October 25, 2024 - 1:32 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারইস্যুয়ার কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত

ইস্যুয়ার কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত

spot_img

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটির মার্কেটসের (বিএএসএম) উদ্যোগে তিন দিনব্যাপি একটি সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত হয়েছে।

কোর্সটি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপি চলবে। এতে পুঁজিবাজারের ইস্যুয়ার কোম্পানিগুলোর কোম্পানি সচিব, চিফ ফিন্যানশিয়াল অফিসার এবং ব্যবস্থাপনা পরিচালক বা সিইওরা অংশগ্রহন করবে।

আজ (০৯ নভেম্বর) খুলনা নগরীর ‘হোটেল সিটি ইন’ হোটেলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি সিকিউরিটিজ সংক্রান্ত আইনগুলো সম্পর্কে ভালোভাবে জানা এবং তা যথাযথভাবে অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।

দেশের পুঁজিবাজারের উন্নয়ন নিশ্চিত করতে বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। এছাড়াও তিনি পুঁজিবাজারের কোম্পানিগুলোর কর্মকর্তাদের সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুযায়ী কোম্পানি পরিচালনার কথা বলেন।

কর্মশালার প্রথম দিনের সেশনে ‘আইপিও, আইকিউআইও, আরপিও ও রাইট ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল রেইজিং এর প্রক্রিয়া ও পদ্ধতি এবং এ সংক্রান্ত আইন ও বিধিমালা’ এবং ‘ডেবট সিকিউরিটিজের মাধ্যমে ক্যাপিটাল রেইজিং এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা’ বিষয়ে আলোচনা করেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

এছাড়াও কর্মশালায় বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ২০২০’ এর ইস্যুয়ার সংক্রান্ত আইনসমূহ এবং এসএমই ও এটিবি বোর্ড সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, আগামী ১০ ও ১১ নভেম্বর কর্মশালার দ্বিতীয় ও তৃতীয় দিনে দেশের পুঁজিবাজার এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হবে।

আয়োজিত সার্টিফিকেট কোর্স প্রোগ্রামে সিকিউরিটিজ ইস্যু, লিস্টিং রেগুলেশনস, ইস্যুয়ার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স ইস্যুগুলো, পিএসই ও সাবসটেনশিয়াল অ্যাকুয়েজিশন রুলস, কোম্পানির মার্জার ও ডি মার্জার, এজিএম-ইজিএম, ই-ভোটিং, এক্সিট প্ল্যান বাস্তবায়ন, রিলেটেড পার্টি লেনদেন, সিডিবিএল কার্যক্রম, বিভিন্ন রেগুলেটরি সাবমিশনসমূহ এবং অবন্টিত, অদাবীকৃত, অবরাদ্দকৃত লভ্যাংশ ইত্যাদি বিষয়ে তথ্যবহুল প্রশিক্ষণ সেশন পরিচালিত হবে। অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণকারীদের সিকিউরিটিজ সংক্রান্ত আইন এবং সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত ধারণাও দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...