পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ৩৬ কোটি ৭৯ লক্ষ ৮ হাজার ৬৪৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৮৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৫৯১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৯৩.৩৭ পয়েন্ট বেড়ে ৫৩৬৩.৯৫ ডিএস-৩০ মূল্য
সূচক ৫৬.৩১ পয়েন্ট বেড়ে ২০৮৬.৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৬.৮১ পয়েন্ট বেড়ে ১১৭৮.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএটিবিসি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্রাংক, স্কয়ার ফার্মা, বিএসসি, বেক্সিকো ফার্মা, উত্তরা ব্যাংক, গ্রামীণ ফোন ও খান ব্রাদার্স পিপি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কপারটেক ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, এমটিবি, ডরিন পাওয়ার, এনসিসি ব্যাংক, ন্যাশনাল পলিমার, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, তিতাস গ্যাস ও আইপিডিসি।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সিএপিএম বিডিবিএল মি. ফা., দুলামিয়া কটন, দেশ গার্মেন্টস, মেঘনা পেইট, রহিমা ফুড, মেট্রো স্পিনিং, স্টাইল ক্র্যাফট, আরামিট সিমেন্ট, নিউ লাইন ক্লথিং ও ওয়াটা কেমিক্যাল।


