পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ২৩ কোটি ৮২ লক্ষ ৭৫ হাজার ৮৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭২২ কোটি ২৯ লাখ ৮৫ হাজার ২৯৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫০.৯৫ পয়েন্ট বেড়ে ৫২৭০.৫৭ ডিএস-৩০ মূল্য
সূচক ৩৩.৩৮ পয়েন্ট বেড়ে ২০৩০.১৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.৮৭ পয়েন্ট বেড়ে ১১৬১.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, বেক্সিকো ফার্মা, ইস্টার্ন ব্রাংক ও সি পার্ল বীচ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গোল্ডেন হারভেস্ট, আরএকে সিরামিক্স, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, গ্রামীন ওয়ান: স্কিম টু, লিন্ডে বিডি, বিএসসি, শমরিতা হসপিটাল, সমতা লেদার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও ডাচ-বাংলা ব্যাংক।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রেনউইক যঞ্জেশর, ডিজিআইসি, পিপলস লিজিং, সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামিক ব্যাংক, খুলনা পাওয়ার ও মেট্রো স্পিনিং।


