নিজস্ব প্রতিবেদক : এবার ইসলামী ব্যাংক বাংলাদেশের সব শেয়ার বিক্রি করে দিয়েছে আল রাজি কোং ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড (কেএসএ)। সম্প্রতি সৌদি প্রতিষ্ঠান তাদের শেয়ার বিক্রি করেছে। এর আগে শেয়ার বিক্রি করেছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও দেশি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
বেসরকারি খাতের এ ব্যাংকটি ২০১৭ সালে চট্টগ্রাম ভিত্তিক একটি গ্রুপ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) দায়িত্ব নেয়। এরপর থেকেই অনেক পৃষ্ঠপোষক ও করপোরেট পরিচালক তাদের হাতে থাকা দেশের সবচেয়ে পুরোনো শরিয়াহভিত্তিক ব্যাংকটির শেয়ার বিক্রি করে দেন।
ব্যাংকটির পৃষ্ঠপোষক পরিচালক মোস্তফা আনোয়ার ২০১৭ সালে তার পুরো ৪২ লাখ শেয়ার বিক্রি করেছিলেন। এরপর আইডিবি ২০১৮ সালে ইসলামী ব্যাংকের ৮ কোটি ৬৯ লাখ শেয়ার বিক্রি করে দেন। নিজেদের সব শেয়ার বিক্রির পাশাপাশি পরিচালকের পদ প্রত্যাহার করে নিয়েছে আইডিবি। আর গত জুনে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইসিবি ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দেয়।