পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসি বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি হাইব্রিড সিস্টেমে এজিএম সম্পন্ন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ন্যাশনাল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে রাওওয়া কমপ্লেক্স, ঈগল হল, ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬, বাংলাদেশ-এ অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (৫.৩০) টাকা যা ২০২৩ সালে হয়েছিল (৪.৬৫) টাকা, ২০২২ সাল ছিল (১০.১৩) টাকা, ২০২১ সালে আয় হয়েছিল .১২ টাকা ও ২০২০ সালে ছিল ১.১৮ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ১.১৫ টাকা যা ২০২৩ সালে ছিল ৭.৩০ টাকা, ২০২২ সালে ১৩ ছিল টাকা, ২০২১ সালে ছিল ১৬.১৩ টাকা ও ২০২০ সালে ছিল ১৬.৩২ টাকা।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৪ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৩২১৮ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ১৫.৫৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৮.২৩ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে .৩৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৫.৮৭ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ৩.৩ টাকা থেকে ৮.৮ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪ টাকা। ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


