পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২৭ কোটি ৭১ লক্ষ ৫৪ হাজার ৮৭২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৩৪ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ৩২৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে ৫১১৬.৯০ ডিএস-৩০ মূল্য সূচক ২৯.৮৪ পয়েন্ট বেড়ে ১৯২০.৭৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.৫৯ পয়েন্ট বেড়ে ১১১২.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৭টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সী পার্ল বীচ, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন লুব্রিকেন্টস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স পিপি, ইন্ট্যাকো রিফুয়েলিং, মিডল্যান্ড ব্যাংক, বিএসসি, এসিআই ও টেকনো ড্রাগস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, ইন্ট্যাকো রিফুয়েলিং, আইডিএলসি ফাইন্যান্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফা., রানার অটোমোবাইলস, এ´ী পেস্টিসাইড ও আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জি কিউ বলপেন, রহিম টেক্সটাইল, ডেফোডিল কম্পিউটার, আফতাব অটোমোবাইলস, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মি. ফা. ১: স্কীম ১, বিডি অটোকারস, তমিজুদ্দিন টেক্সটাইল, এনসিসিবিএল মি. ফা.-১, স্টাইলক্র্যাফট ও নর্দার্ন জুট।


