পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস ও বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ এবং বাকী ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১২.৫ শতাংশ নগদ ও ১২.৫ শতাংশ স্টক, ২০২৩ সালে দিয়েছে ১২.৫ শতাংশ নগদ ও ১২.৫ শতাংশ স্টক, ২০২২ সালে দিয়েছে ১২.৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১২.৫ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৭৪ টাকা যা ২০২৩ সাল হয়েছিল ৬.৭৬ টাকা, ২০২২ সালে ছিল ৫.৪৯ টাকা, ২০২১ সালে ছিল ৪.২৩ টাকা ও ২০২০ সালে ছিল ৩.৬০ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৪৬.০৮ টাকা যা ২০২৩ সালে ছিল ৪৬.৩৩ টাকা, ২০২২ সালে ৪১.৯৬ ছিল টাকা, ২০২১ সালে ছিল ৩৮.৬৯ টাকা ও ২০২০ সালে ছিল ৩৭.৬৩ টাকা।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৪ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৩০১ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৩০ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৮৬৯।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ২৮.২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৮.৪২ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে .১২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৩.২৬ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৩.৯ টাকা থেকে ৩০.৫ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৫.৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৬ টাকা। ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


