কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি. এর সঙ্গে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সোমবার (১৪ জুলাই) অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগের সভাকক্ষে এক সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
এতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দউন খান এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মোঃ রবিউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
এ চুক্তিতে এসবিএসি ব্যাংক অনলাইন ও অফলাইনে সর্বজনীন পেনশন স্কিমে (প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস) গ্রাহক নিবন্ধন ও মাসিক কিস্তি সংগ্রহ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থবিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার। এসময়ে এসবিএসি ব্যাংকের ব্যাংকিং অপারেন্স বিভাগের প্রধান ও এসইভিপি মোঃ মাসুদুর রহমান এফসিএসহ জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও এসবিএসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


