পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ২২ কোটি ১১ লক্ষ ৭ হাজার ৭১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৬৪ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৩০২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪.৬০ পয়েন্ট কমে ৫০৬১.৮৩ ডিএস-৩০ মূল্য
সূচক ৮.৫৫ পয়েন্ট কমে ১৯০০.০২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৯৫ পয়েন্ট বেড়ে ১১০৪.০২
পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে
৭৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি, বীচ হ্যাচারী,
বিএটিবিসি, সী পার্ল বীচ, ওরিয়ন ইনফিউশন, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আলিফ ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড ও মিডল্যান্ড
ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ডেফোডিল কম্পিউটার, আরামিট লি., রহিম টেক্সটাইল, এ্যাপেক্স স্পিনিং,
ডিবিএইচ ফার্স্ট মি. ফা., ইনটেক লি., খান ব্রাদার্স পিপি, এমবিএল ১ম মি. ফা., এনসিসিবিএল মি. ফা.-ওয়ান ও দেশ
গার্মেন্টস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জুট স্পিনার্স, রিজেন্ট টেক্সটাইল, আরামিট সিমেন্ট, সাফকো স্পিনিং, হামি ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি, এনার্জিপ্যাক, এডভেন্ট ফার্মা, প্রিমিয়ার লিজিং ও জেএমআই সিরিঞ্জ।


