পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ৩০ কোটি ৯২ লক্ষ ২ হাজার ৭৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৯০ কোটি ৬২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫৩.৮৩ পয়েন্ট বেড়ে ৫০৩৫.৪৭ ডিএস-৩০ মূল্য
সূচক ১৮.৮২ পয়েন্ট বেড়ে ১৮৯৪.২১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৩৫ পয়েন্ট বেড়ে ১০৯৪.১১
পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৩টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, বীচ হ্যাচারী, মিডল্যান্ড ব্যাংক, বিএসসি, বারাকা পতেঙ্গা পাওয়ার, তৌফিকা ফুড, ওরিয়ন ইনফিউশন, সী পার্ল বীচ, ইন্দো-বাংলা ফার্ম ও অগ্নী সিস্টেম।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রহিম টেক্সটাইল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ. শাহজিবজার পাওয়ার, এসআলম কোল্ড রোল, এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফা., বারাকা পতেঙ্গা পওয়ার, ফার কেমিক্যাল, ডরিন পাওয়ার ও
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ইয়াকিন পলিমার,
এক্সপ্রেস ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, বিআইএফসি, ফার্স্ট ফাইন্যান্স, হাইডেলবার্গ মেটেরিয়েল, এফবিএফআইএফ,
এসআইবিএল ও তশরিফা ইন্ডাস্ট্রিজ।


