December 15, 2025 - 3:24 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিনতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার ও সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম

নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার ও সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান- এই তিনটি লক্ষ্য অর্জন করতেই হবে। ‘আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়ার লড়াই করছি, যেখানে বৈষম্য, ফ্যাসিবাদ, অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না। এই দেশ গড়তে জুলাই অভ্যুত্থানের চেতনায় ছাত্র-যুবকদেরই এগিয়ে আসতে হবে।

বুধবার (৯ জুলাই) বেলা আড়াইটায় চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আওয়ামী লীগ সরকারের বিরেুদ্ধে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। কোনো কোনো রাজনৈতিক পক্ষ এর শামিল হতে চাইলে, আমরা তার বিরুদ্ধে যাব। দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না।’ জুলাই সনদ, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না।

‘আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদে শামিল হতে চাই, আমরা তার বিরুদ্ধে যাব। বাংলাদেশের মানুষ চায় সংস্কার হোক। দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না।’

বাংলাদেশপন্থী পথ দেখিয়ে আবরার ফাহাদ থেকে আবু সাঈদ- তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহবান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গাসহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গত ৫৪ বছর ধরে সীমান্তে হাজারেও উপরে নীরঅপরাধ কৃষক ও বিভিন্ন মানুষ হত্যা করা হয়েছে। এই ৫৪ বছরে কোন সরকার তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী নয়, তারা হত্যাকারী হিসেবে পরিনত হয়েছে। বাংলাদেশের মানুষদের খুন করায় যেন তাদের একমাত্র কাজ। চুক্তি অনুযায়ী আমাদের পানির ন্যায্য নিস্যা থেকে বঞ্চিত করা হয়েছে। এই ভারত সরকারের প্রত্যক্ষ ও পরক্ষ সমর্থণে ওই শেখ হাসিনা সরকার ১৬ বছর ক্ষমতায় টিতে থেকে গুম-খুন ও মানুষকে হত্যা করেছে। সীমান্ত হত্যা আমরা কোনভাবেই মেনে নিবোনা।

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের মাটি, মানুষকে রক্ষা করার দায়িত্ব এই তরুন সমাজের। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্ব থেকেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে।

এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা ও জনসংযোগকালে চুয়াডাঙ্গায় শিক্ষার্থী, যুবক ও শ্রমিকসহ শত শত মানুষ এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এনসিপি’র উদ্যোগে নাহিদ ইসলামের পাশে থাকার অঙ্গীকার করেন।

চুয়াডাঙ্গার কৃষক, শ্রমিক ও দোকানদারসহ গ্রামের সাধারণ মানুষের সঙ্গে নাহিদ ইসলাম ও এনসিপির কেন্দ্রীয় নেতারা যখন মতবিনিময় করেন, তখন এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।

এসময় নাহিদ ইসলাম জানান, জুলাই ঘোষণা ও সনদ বাস্তবায়নে এনসিপি অটল থাকবে। এ ঘোষণা বাস্তবায়নে কোনো বিলম্ব মেনে নেয়া হবে না। ‘নতুন বাংলাদেশ গড়তে হলে বিচারের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে এবং নতুন সংবিধানের মাধ্যমে এগোতে হবে। এই লক্ষ্যে গঠিত হতে হবে গণপরিষদ। যারা ভাবছেন, রাস্তায় নামা মানুষ ফিরে গেছে, তাদের সতর্ক করে দিতে চাই, এই যাত্রা থামবে না।’

চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়ে ভয় ভেঙে দিয়েছি। এখন আর ভয় দেখিয়ে নতুন সংস্কৃতি চালু করতে দেয়া হবে না। মানুষের উচিত স্থানীয় সমস্যা নিয়েও নির্ভয়ে কথা বলা। ‘আমরা এমন একটি রাজনীতি চাই, যা হবে জনগণের জন্য। জুলাই অভ্যুত্থানের পর আর কাউকে যেন দাসের মতো বাঁচতে না হয়। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় এনসিপি জনগণের জন্য রাজনীতি করবে।’ আমরা শোষিত মানুষের সংগ্রামের ঐতিহ্য নিয়ে এগোচ্ছি।’

তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণা বিলম্বিত হলেও এটিকে আনুষ্ঠানিকভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। যাঁরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাঁদের ত্যাগকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।’

এসময় অংশ দেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

‘দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা’র দশম দিনে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় পদযাত্রা। এর আগে বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া হয়ে আলমডাঙ্গা শহরে সংক্ষিপ্ত পথসভা শেষে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এনসিপির নেতারা। এসময় বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। চুয়াডাঙ্গায় সংক্ষিপ্ত পথসভা শেষে পদযাত্রা ঝিনাইদহ জেলার উদ্দেশে যাত্রা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে...

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এই প্রটোকলে রাজনৈতিক...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা...

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের...