শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ.ন.ম. নাজিম উদ্দীন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো. আব্দুস সালাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমির উপাধাক্ষ্য শহীদুল ইসলাম মুকুল।
কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব খাদ্যে ভেজাল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগ প্রয়োজন বলে মনে করেন তারা । এই কর্মশালার মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণের অংশগ্রহণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।


