বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির ঘটনায় শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে জিয়ানগর লক্ষীমণ্ডপ গ্রামে এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন—জিয়ানগরের আলহাজ্ব আফতাব হোসেন এবং তার বড় ছেলের স্ত্রী।
স্থানীয়রা জানান, মধ্যরাতে একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নেয়। লুটপাট শেষে ডাকাতরা আলহাজ্ব আফতাব হোসেন ও তাঁর ছেলের বউকে হাত-পা বেঁধে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ এবং বগুড়া জেলা পুলিশের একটি বিশেষ দল রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এমন ঘটনায় স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, ধারনা করা যাচ্ছে ডাকাতদল গৃহবধুকে ধর্ষণ করার পর হত্যা করেছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
বাড়িতে থাকা গৃহবধুর ৭ বছরের মেয়ে নালিয়া খাতুন জানান, মুখে মাক্সপড়া ৪ জন লোক আমাদের ঘরে আসে। আমি আর মা এক জায়গায় ছিলাম। আমাকে ভয় দেখিয়ে খাটের উপরে একজন ধরে রাখে। এবং খাটের নিয়ে মেঝেতে মাকে নিয়ে কি যেন করেছে জানিনা।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অচিরেই অপরাধীদের গ্রেফতার করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।


