পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালক ড. জাহানারা আরজু ২ লাখ শেয়ার ক্রয় করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ১.৯৮ টাকা, ২০২২ সাল ছিল ২.০৩ টাকা, ২০২১ সালে ছিল ২.৪১ টাকা ও ২০২০ সালে ছিল ২.১৮ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৫০.১৭ টাকা যা ২০২৩ সালে ছিল ৪৯.৯৬ টাকা, ২০২২ সালে ৪৯.৯৮ ছিল টাকা, ২০২১ সালে ছিল ৪৯.৩৫ টাকা ও ২০২০ সালে ছিল ২৫.০২ টাকা।


