পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৫ জুলাই বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (১.৪২) টাকা যা ২০২৩ সালে হয়েছিল (.৮৫) টাকা, ২০২২ সাল ছিল (.৩৮) টাকা, ২০২১ সালে ছিল (.৫৯) টাকা ও ২০২০ সালে ছিল (.২৮) টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে (২০.৭৮) টাকা যা ২০২৩ সালে ছিল (১৯.৩৬) টাকা, ২০২২ সালে (১৮.৫১) ছিল টাকা, ২০২১ সালে ছিল (১৮.১৩) টাকা ও ২০২০ সালে ছিল (১৭.৫৪) টাকা।


