পুঁজিবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ বিতরন সম্পন্ন করেছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৩৯ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ১০.৭২ টাকা, ২০২২ সাল ছিল ৮.১৪ টাকা, ২০২১ সালে ছিল ৮.৭৯ টাকা ও ২০২০ সালে ছিল ১০ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২৩ সালে ১৭.৫ শতাংশ নগদ ও ১৭.৫ শতাংশ স্টক, ২০২২ সালে ১৭.৫ শতাংশ নগদ ও ৭.৫ শতাংশ স্টক ২০২১ সালে ১৭.৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক এবং ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।


