পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ২৮ কোটি ৫৮ হাজার ৯৩১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৭৩ কোটি ৪৬ লক্ষ ১৮১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮২.১০ পয়েন্ট বেড়ে ৪৯৭৬.১৬ ডিএস-৩০ মূল্য সূচক ৩৬.৮৯ পয়েন্ট বেড়ে ১৮৭৩.০০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৮০ পয়েন্ট বেড়ে ১০৮১.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৮টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বীচ হ্যাচারী, স্কয়ার ফার্মা, সী পার্ল রিসোর্ট, তৌফিকা ফুড, বিএসসি, অগ্নি সিস্টেম ও এশিয়াটিক ল্যাব।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রূপালি ব্যাংক, তসরীফা ইন্ডাঃ, রহিম টেক্সটাইল, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, হাইডেলবার্গ মেটারিয়েলস, ইবিএল এনআরবি মি. ফা., ডেসকো, মিডল্যান্ড ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রেনউইক যজ্ঞেশ^র, প্রাইম লাইফ ইন্সুঃ, তৌফিকা ফুড, সাইফ পাওয়ার, মেঘনা কন্ডেন্সড মিল্ক, এ্যাপোলো ইস্পাত, ফারইস্ট ফাইন্যান্স, নিউ লাইন, ইসলামিক ফাইন্যান্স ও মেঘনা পেট।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৬৮০৬১৩৭২২৪৭৫.০০।


