January 15, 2026 - 2:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদডিজিটাল লেনদেন বিস্তারের লক্ষ্যে ভিসার ‘ক্যাশলেস সাভার’ কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল লেনদেন বিস্তারের লক্ষ্যে ভিসার ‘ক্যাশলেস সাভার’ কর্মসূচির উদ্বোধন

spot_img

কর্পোরেট ডেস্ক: ডিজিটাল পেমেন্ট সেবায় বিশ্বব্যাপী অগ্রগামী প্রতিষ্ঠান ভিসা, এসএসএল কমার্সের সহযোগিতায় ‘ক্যাশলেস সাভার’ নামে একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করেছে। সাভার নিউ মার্কেটে অনুষ্ঠিত এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে রাজধানী ঢাকার বাইরে সাভার অঞ্চলে ভিসা কার্ডের গ্রহণযোগ্যতা সম্প্রসারণ এবং ডিজিটাল লেনদেনকে আরও গতিশীল করা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান। এ সময় ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এসএসএল কমার্সের পরিচালক রায়ান এস. ইসলাম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও তার দল মার্কেটের কয়েকটি খুচরা দোকান পরিদর্শন করেন। সেখানে তারা ভিসা কার্ড ব্যবহার করে লেনদেন করেন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানোর কৌশল নিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

‘ক্যাশলেস সাভার’ কর্মসূচির মাধ্যমে দেশে কার্ডে লেনদেনের সুবিধা আরও বিস্তৃত হলো। ভবিষ্যতে এই উদ্যোগ ধাপে ধাপে দেশের আরও অনেক এলাকায় চালু করার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ভিশনের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। ডিজিটাল, নিরাপদ ও সুবিধাজনক লেনদেন ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের অঙ্গীকারকে এই কর্মসূচি আরও শক্তিশালী করে তুলবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান বিভিন্ন এলাকায় এই কার্যক্রম বিস্তারের আহ্বান জানান এবং অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।

ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য হলো সবার জন্য সর্বত্র লেনদেনের সর্বোত্তম পদ্ধতি প্রদান করা। আমরা বিশ্বাস করি ডিজিটাল পেমেন্টের সুবিধা গ্রহণ করে জনসাধারণ উপকৃত হতে পারে। ‘ক্যাশলেস সাভার’ এর মাধ্যমে আমরা মেট্রোপলিটন এলাকার বাইরের মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের সুবিধা দিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ নগদবিহীন লেনদেনের সুবিধা নিতে পারবেন। ফলে স্থানীয় অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে আমি মনে করি।”

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান বলেন, “ঢাকার বাইরের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল লেনদেন সেবা সম্প্রসারণ ও উৎসাহিতকরণের লক্ষ্যে ভিসা কর্তৃক আয়োজিত ‘ক্যাশলেস সাভার’ একটি সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচি দেশের অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে সফলভাবে সম্প্রসারণের মাধ্যমে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের পথ সুগম হবে। নগদ নির্ভরতা হ্রাস করে একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও কার্যকর লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক সবসময় নীতিগত সহায়তা প্রদান করে আসছে। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করতে সক্ষম।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়, বছরব্যাপী স্বাস্থ্যঝুঁকি

কর্পোরেট সংবাদ ডেস্ক: বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়; বরং এটি সারা বছরব্যাপী একটি স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। মাসভিত্তিক ডাটা বিশ্লেষণে দেখা গেছে, এখন আর...

সিইএস ২০২৬-এ ভবিষ্যতের টেলিভিশন প্রযুক্তি তুলে ধরল স্যামসাং

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ শেষ হয়েছে। এবার মেলায় প্রদর্শিত হয় ভবিষ্যতের নানা প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট...

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা ২০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভা আগামী ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য...

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ...

বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্ব ভ্রমণ করছে। তারই অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় এসেছে। তবে ট্রফিটি সবার...

সাতক্ষীরায় ইয়াবা-দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ...