ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদ পারাপারের সময় হঠাৎ স্রোতের টানে খেয়া নৌকা ডুবে নিখোঁজ দু,জন ছাত্রের লাশ ঘটনার ২২ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে ৩কিঃ মিঃ ভাটির দিকে গফরগাঁও উপজেলার বামনখালী গ্রামের মহর খাঁ এলাকা থেকে উদ্ধার করা হয়।
এরআগে গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার ১৫নং টাঙ্গাব ইউনিয়নের বাঁশিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদে মমার্ন্তিক এ দুর্ঘটনা ঘটলে কিছুক্ষণ পর শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হলেও আরিফ ও জোবায়ের নামে আরো দুই শিক্ষার্থী নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ঘটনার ২২ঘন্টা পর লাশ দু’টি উদ্ধার করতে সক্ষম হয়।
মৃত নিখোঁজ উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলো- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মোঃ হাবিব মিয়ার ছেলে ইতেদায়ী ক্লাসের ছাত্র মোঃ আবির (৭) এবং মোঃ মমতাজ উদ্দিনের ছেলে মোঃ জুবায়েদ (৬)। তারা সবাই এ উপজেলার পাগলা থানার দত্তেরবাজার ইউনিয়নের বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার নিয়মিত শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাড়ে ৯ টায় গফরগাঁও উপজেলার নদীর পাড় দাখিল মাদরাসা ও দত্তেরবাজার স্কুলের ৯ জন শিক্ষার্থী নিয়ে একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। পরে টাঙ্গাব ইউনিয়নের বাঁশিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদ এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়।
কিশোরগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মোঃ আমিনুর রহমান জানান ,ঘটনাস্থল থেকে মোছাঃ শাপলা আখতার নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় গতকাল মঙ্গলবার।আজ বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে নিখোঁজ দু’জন ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, আজ সকাল বুধবার আনুমানিক ৬টার দিকে নিখোঁজ দু’জন ছাত্রের লাশ উদ্ধারের পর মরদেহ দু’টি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর পেয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন .এম. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।


