December 16, 2025 - 2:27 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদদেশের প্রথম ইএসজি বুটক্যাম্পের রেজিস্ট্রেশন ও স্পন্সরশিপ শুরু

দেশের প্রথম ইএসজি বুটক্যাম্পের রেজিস্ট্রেশন ও স্পন্সরশিপ শুরু

spot_img

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ইএসজি (এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স) বুটক্যাম্প। আগামী ২৫–২৭ জুলাই রাজেন্দ্রপুরে অবস্থিত ব্র্যাক সিডিএম-এ এফএমসিজি ও ম্যানুফ্যাকচারিং, তৈরি পোশাক, মেরিটাইম, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংক ও আর্থিক খাত এই সেক্টর গুলোর দুই শতাধিক কর্পোরেট প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন।

রোববার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইএসজি প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানকারী বহুজাতিক প্রতিষ্ঠান ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ দ্বারা পরিচালিত স্থানীয় ও আন্তর্জাতিক ইএসজি ও টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি দল এই বুটক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য ওয়ার্কশপ, প্রশিক্ষণ, প্যানেল আলোচনা ইত্যাদির দায়িত্বে থাকবেন। দেশের কর্পোরেট খাতকে আরও টেকসই, নৈতিক ও সুশাসনের বিষয়ে সচেতন ও দক্ষ করে তুলতেই ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ এই বুটক্যাম্প আয়োজন করছে এবং বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এতে অংশগ্রহণ বা স্পন্সরশীপের আহ্বান জানাচ্ছে।

এ প্রসঙ্গে ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর চেয়ারম্যান সাদিয়া সামিরা বলেন, “ইএসজি বুটক্যাম্প কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি পরিবর্তনের আভাসও বটে। এটি বৈশ্বিক নীতিমালাকে ভিত্তি করে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আরও সততা, স্বচ্ছতা ও পরিকল্পিতভাবে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করবে।”

ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক শাদমান সাকিব অনিক বলেন, “এই বুটক্যাম্প বাংলাদেশের কর্পোরেট খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এছাড়া, তিনি কমপ্লায়েন্স, জলবায়ু ঝুঁকি, দুর্নীতি-বিরোধী কার্যক্রম, তথ্য প্রকাশের বৈশ্বিক মানদণ্ড ইত্যাদি বিষয়ে ব্যবহারযোগ্য টুলস ও বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবভিত্তিক শিক্ষা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন।

ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ইউএন জিসিএনবি) এই বুটক্যাম্পে সেশন পার্টনার হিসেবে অংশ নিচ্ছে এবং সুশাসন ও দুর্নীতি-বিরোধী কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেসময়, ইউএন জিসিএনবি-এর প্রোগ্রাম ম্যানেজার মাবরুর মুজিব চৌধুরী – নীতিমালাকে বাস্তবে রূপান্তরের গুরুত্ব ও দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত কর্মসূচি কিভাবে ইএসজি কাঠামোর মধ্যে সুশাসনকে আরও শক্তিশালী করতে পারে সে বিষয়ে আলোকপাত করেন।

বুটক্যাম্পে সেশন পার্টনার হিসেবে আরও অংশ নিচ্ছে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশে-এর ‘প্রোগ্রেস’ প্রকল্প। তারা দুই ঘণ্টার একটি সেশন স্পন্সর ও পরিচালনা করবে, যেখানে পরিবেশবান্ধব টেকসই পরিবর্তন এবং সাস্টেনেবিলিটি রিপোর্টিং ও প্রকাশযোগ্য তথ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। সেশনে, দ্রুত পরিবর্তনশীল গ্লোবাল সাস্টেনিবিলিটি ফ্রেমওয়ার্ক উপস্থাপন করা হবে এবং ট্রান্সপেরেন্ট ইএসজি যোগাযোগে কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতিগুলো তুলে ধরা হবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সাস্টেনেবল রিপোর্টিং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যা বাংলাদেশের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর ইএসজি লক্ষ্যের সাথে বৈশ্বিক বিনিয়োগকারী ও সাপ্লাই চেইনের মধ্যকার ব্যবধান কমাতে সহায়তা করবে।

বুটক্যাম্পের আউটরিচ পার্টনার (পাবলিক লিস্টেড কোম্পানি), ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর (ডিএসই) অ্যাক্টিং সিইও সাত্তিক আহমেদ শাহ বলেন, “ইএসজি এখন দীর্ঘমেয়াদী মান ও বিনিয়োগকারীদের আস্থা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বুটক্যাম্পটি, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের সাথে আন্তর্জাতিক নীতিমালার মধ্যকার সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রত্যেক ইন্ডাস্ট্রির লিড ফ্যাসিলিট্যাটররা বলেন যে, খাতভিত্তিক প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সাহায্য করবে।

বুটক্যাম্পে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অনলাইন ভিত্তিক ওয়েবিনার সিরিজ ‘ইএসজি ডায়ালগ’ সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও, বুটক্যাম্পে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ইএসজি কেইসবুক’ প্রকাশিত হবে, যেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানদের ব্যবসায়িক সুপরিকল্পনা নিয়ে একাডেমিক পার্টনারদের গবেষণা ও কেস স্টাডিস থাকবে।

ইএসজি বুটক্যাম্পে ইউএনজিসি বাংলাদেশ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জসহ বিভিন্ন পার্টনারদের মাধ্যমে রেফারেল ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। অংশগ্রহণ কিংবা স্পন্সর হতে চাইলে ভিজিট করুন ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর ওয়েবসাইটে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...