বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসিন রায়হান সৌমিক (৩০) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ জুন) সকালে স্থানীয় ক্যান্টনমেন্টের ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন লেক থেকে উদ্ধার করে।
তিনি বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা তৌফিকুর রহমানের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, লেকেরপাড় নামক স্থানে লেকে ভাসতে দেখে পরে স্থানীয়রা সেনাবাহিনী ও শাজাহানপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সেনা সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সৌমিক গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ সকালে ক্যান্টনমেন্ট এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।


