পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির রেটিং দীর্ঘমেয়াদে হয়েছে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে হয়েছিল ১.৫২ টাকা, ২০২২ সালে ছিল ২.৩৫ টাকা, ২০২১ সালে ছিল ১.৯২ টাকা ও ২০২০ সালে ছিল ২.৪২ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালের সমাপ্ত তৃতীয় প্রান্তিকে হয়েছে ২৮.৩৭ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে হয়েছিল ২৮.১৬ টাকা, ২০২২ সালে ছিল ২৮.৫৭ টাকা, ২০২১ সালে ছিল ২৯.২৫ টাকা ও ২০২০ সালে ছিল ২৯.৩৫ টাকা।


