January 15, 2026 - 2:37 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদসনি-স্মার্ট’র শোরুম এখন বনশ্রীতে

সনি-স্মার্ট’র শোরুম এখন বনশ্রীতে

spot_img

কর্পোরেট ডেস্ক: রাজধানী ঢাকার বনশ্রীতে চালু হল সনি-স্মার্ট’র শোরুম। ফলে আফতাবনগর, রামপুরা, বনশ্রী এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের হাতের নাগালে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র জেনুইন ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা। বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে প্লট-৫, ব্লক-সি, বনশ্রী ঠিকানার নীচ তলায় স্থাপিত সনি-স্মার্টের শোরুমটি ফিতা কেটে উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, আরএমডিসি সনি সাউথ ইস্ট এশিয়া’র টিভি প্রোডাক্ট মার্কেটিংয়ের প্রোডাক্ট ম্যানেজার মিস. কেমনুজ ম্যাকাইভ্যালিত মিং, সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, স্থানীয় ব্যবসায়ী মুকুল হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষ্যে বনশ্রীর সনি-স্মার্ট শোরুম থেকে সনি ব্রাভিয়া কেডি-৪৩এক্স৭৫কে এবং কেডি-৫০এক্স৭৫কে মডেলের টিভি কিনলে প্রথম ২৫ জন করে গ্রাহক বিনামূল্যে লুফে নিতে পারবেন স্মার্ট ইয়ারবাডস এবং অ্যান্ড্রয়েড এয়ার-মাউস।

এছাড়াও মিলছে জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্ট’র সকল পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধা। এছাড়াও ডাবল সেভিংস, নির্দির্ষ্ট ব্যাংকের কার্ডের মাধ্যমে বিনাসুদে ইএমআই সুবিধা, জিপি ষ্টার ও নগদ অফার এবং জি-কেয়ার কার্ড-এর অধীনে দেশজুড়ে নানা স্বাস্থ্যসেবা, বেটার মিল, ক্লাউড কফি, স্যাফরন সুইটস-এর সকল শাখায় সব ধরনের খাদ্যপণ্যে বিশেষ মূল্যছাড়সহ আরও নানা সুবিধা।

বনশ্রী শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি-স্মার্ট। বনশ্রীর এই শোরুমটি সনি-স্মার্টের ২৯তম শোরুম। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বনশ্রীর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট টেকনোলজিস্‌ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আমাদের দেশের সনি লাভাররা প্রায় সময়ই আসল সনি পণ্য কিনতে গিয়ে ঠকে যান। ক্রেতারা যাতে প্রতারিত না হন সেই সমস্যা সমাধানে সনি-স্মার্ট দিচ্ছে জাপানের জেনুইন সনি পণ্যের নিশ্চয়তা। একইসাথে আমরাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠন যারা সনি পণ্যে ডিজিটাল ওয়ারেন্টি সেবা দিচ্ছি। এর মাধ্যমে গ্রাহকদের জন্যে জেনুইন সনি পণ্যের পাশাপাশি নিশ্চিত হচ্ছে বিক্রয়োত্তর সেবা।”

তিনি আরও বলেন, “আমরা সনি-স্মার্টের যাত্রার প্রথম দিন থেকেই বলেছিলাম ঢাকাসহ দেশের প্রত্যেকটি এলাকায় আমরা সেবা পৌঁছে দিতে চাই। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর বনশ্রীতে আমাদের ২৯তম শো-রুমটি যাত্রা শুরু করলো। এখান থেকে বনশ্রীর পাশাপাশি দক্ষিণ বনশ্রী, রামপুরা ও আফতাবনগরের বাসিন্দারাও এখন থেকে আসল সনি পণ্য উপভোগ করতে পারবেন।”

সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস বলেন, “দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে প্রবেশের পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে সারা দেশে কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এসব সম্ভব হচ্ছে আনাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতির কারণে। আসল পণ্যের সাথে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা। আমাদের সঙ্গে যৌথ পথচলার মাধ্যমে বাংলাদেশের বাজারে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। ইতোমধ্যে দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের হৃদয়ে উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিয়েছে সনি-স্মার্ট। আজ বনশ্রীতে সনি-স্মার্টের যে শো-রুম চালু হলে, এখান থেকে বনশ্রী ও আশেপাশের এলাকার বাসিন্দারা জেনুইন সনি পণ্যের এক্সপেরিয়েন্স নিতে পারবেন।”

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বর্তমানে দেশজুড়ে ২৯টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন

কর্পোরেট সংবাদ ডেস্ক: নির্বাচন কমিশনের গত ৪ সেপ্টেম্বরের গেজেটের সীমানা অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে আর কোনো...

এস্কয়ার নিটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সিরাজগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম দখলে, কোটি টাকার সরকারি অবকাঠামো অচল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২০১৮ সালে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম বর্তমানে দখলে চলে যাওয়ায় সেখানে কোনো খেলা বা ক্রীড়া কার্যক্রম হচ্ছে না।...

এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। এক বছরে অ্যাকাউন্ট বেড়েছে ৪ লাখেরও বেশি। ব্যাংকের প্রতি আস্থা ও...

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টায় প্রধান...

দেশে স্বর্ণের দামে ফের রেকর্ড

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ...

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা...

পোস্টাল ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার...