ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশালে ডোবা থেকে নূর মোহাম্মদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বুইন্নার পুল এলাকার একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নূর মোহাম্মদ ত্রিশাল উপজেলার পশ্চিম বালিপাড়া ফকিরপাড়া গ্রামের দিনমজুর এবং স্থানীয় একটি ইটভাটার লরি গাড়ির লেবার হিসেবে কাজ করতেন।
নিহতের বাবা নিজাম উদ্দিন জানান, বুধবার রাত ৯টার দিকে নূর মোহাম্মদ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশে বাই রোড লাগোয়া একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হত্যার পেছনের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।


