January 14, 2026 - 9:13 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবাঁচতে চায় মিহান কোমর থেকে পা নিস্তেজ, বাবাও মৃত্যুপথযাত্রী

বাঁচতে চায় মিহান কোমর থেকে পা নিস্তেজ, বাবাও মৃত্যুপথযাত্রী

spot_img

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: বয়স মাত্র ৯ বছর। এ বয়সে মাঠে দৌড়ঝাঁপ, খেলাধুলা আর স্কুলে থাকার কথা। কিন্তু সাতক্ষীরার ছোট্ট শিশু মিহান আজ বিছানায় বন্দি, কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অচল। দুর্ঘটনার পর ব্যয়বহুল চিকিৎসা চালাতে না পেরে পড়ে আছে ঘরে। একদিকে ছেলের অসুস্থতা, অন্যদিকে দুশ্চিন্তায় স্ট্রোক করে মৃত্যুশয্যায় বাবা আব্দুস সাত্তার।

স্বামী ও সন্তানের অসুস্থতায় সংসার আর চিকিৎসার ভার একা কাঁধে নিয়েছেন মিহানের মা মোমেনা খাতুন। সাতক্ষীরা আলিয়া মাদরাসার পেছনের দাসপাড়া এলাকার এই পরিবারে এখন শুধু কান্না আর অসহায়ত্ব।

২০২৩ সালের ৩ নভেম্বর আলিয়া মাদরাসার সামনের সড়কে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয় মিহানকে। শিশুটি ছিটকে পড়ে রাস্তায়। সেই দুর্ঘটনার পর কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ হয়ে পড়ে তার শরীর।

মিহানের মা মোমেনা খাতুন বলেন, মিহান আমার একমাত্র ছেলে। সেদিন ও বন্ধুদের সঙ্গে দোকানে গিয়েছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ বাস এসে ধাক্কা দেয়। সাতক্ষীরা থেকে ঢাকা পর্যন্ত চিকিৎসা করিয়েছি। ২০-২২ লাখ টাকা খরচ হয়ে গেছে। জমি জমা যা ছিল সব বিক্রি করেছি। এখন আর সামর্থ্য নেই। বাড়ি ফিরে আসতেই হলো।

শুধু মিহান নয়, দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন বাবা আব্দুস সাত্তারও। এক সময়ের দিনমজুর এই মানুষটি প্রথমে স্ট্রোকে আক্রান্ত হন পরে দ্বিতীয়বার আরও স্ট্রোকে আক্রান্ত হয়ে এখন মৃত্যুপথযাত্রী।

প্রতিবেশীরা জানান, সাত্তার গাজী আগে দিনমজুরের কাজ করতেন। ছেলের চিকিৎসার জন্য সহায় সম্পদ বিক্রি করে এখন নিঃস্ব। আমরা সাধ্যমতো সাহায্য করেছি। এখন আর পারছি না। এই পরিবারটির জন্য সমাজের হৃদয়বান মানুষদের এগিয়ে আসা জরুরি।

ছোট্ট মিহান কান্নাভেজা কণ্ঠে বলে আমি সুস্থ হয়ে খেলতে চাই, স্কুলে যেতে চাই। দয়া করে আমার জন্য কিছু করুন।

সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার বলেন, ছেলেটির স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে বলে মনে হচ্ছে। ফলে কোমর থেকে নিচের অংশ অচল। উন্নত চিকিৎসায় ওর সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তবে চিকিৎসা ব্যয়বহুল। খুলনা বা ঢাকাতে চিকিৎসার সুযোগ রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ জানান, আমাদের মানবিক ফান্ড থেকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতেও কাজ করা হচ্ছে।

মানবিক সহায়তা দিতে ইচ্ছুক হৃদয়বান ব্যক্তিরা ০১৮১৪০৯৫৭৫৪ নন্বরে যোগাযোগ করতে পারেন মিহানের মা মোমেনা খাতুনের সঙ্গে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়, বছরব্যাপী স্বাস্থ্যঝুঁকি

কর্পোরেট সংবাদ ডেস্ক: বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়; বরং এটি সারা বছরব্যাপী একটি স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। মাসভিত্তিক ডাটা বিশ্লেষণে দেখা গেছে, এখন আর...

সিইএস ২০২৬-এ ভবিষ্যতের টেলিভিশন প্রযুক্তি তুলে ধরল স্যামসাং

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ শেষ হয়েছে। এবার মেলায় প্রদর্শিত হয় ভবিষ্যতের নানা প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট...

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা ২০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভা আগামী ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য...

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ...

বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্ব ভ্রমণ করছে। তারই অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় এসেছে। তবে ট্রফিটি সবার...

সাতক্ষীরায় ইয়াবা-দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ...