December 16, 2025 - 7:57 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবাঁচতে চায় মিহান কোমর থেকে পা নিস্তেজ, বাবাও মৃত্যুপথযাত্রী

বাঁচতে চায় মিহান কোমর থেকে পা নিস্তেজ, বাবাও মৃত্যুপথযাত্রী

spot_img

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: বয়স মাত্র ৯ বছর। এ বয়সে মাঠে দৌড়ঝাঁপ, খেলাধুলা আর স্কুলে থাকার কথা। কিন্তু সাতক্ষীরার ছোট্ট শিশু মিহান আজ বিছানায় বন্দি, কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অচল। দুর্ঘটনার পর ব্যয়বহুল চিকিৎসা চালাতে না পেরে পড়ে আছে ঘরে। একদিকে ছেলের অসুস্থতা, অন্যদিকে দুশ্চিন্তায় স্ট্রোক করে মৃত্যুশয্যায় বাবা আব্দুস সাত্তার।

স্বামী ও সন্তানের অসুস্থতায় সংসার আর চিকিৎসার ভার একা কাঁধে নিয়েছেন মিহানের মা মোমেনা খাতুন। সাতক্ষীরা আলিয়া মাদরাসার পেছনের দাসপাড়া এলাকার এই পরিবারে এখন শুধু কান্না আর অসহায়ত্ব।

২০২৩ সালের ৩ নভেম্বর আলিয়া মাদরাসার সামনের সড়কে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয় মিহানকে। শিশুটি ছিটকে পড়ে রাস্তায়। সেই দুর্ঘটনার পর কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ হয়ে পড়ে তার শরীর।

মিহানের মা মোমেনা খাতুন বলেন, মিহান আমার একমাত্র ছেলে। সেদিন ও বন্ধুদের সঙ্গে দোকানে গিয়েছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ বাস এসে ধাক্কা দেয়। সাতক্ষীরা থেকে ঢাকা পর্যন্ত চিকিৎসা করিয়েছি। ২০-২২ লাখ টাকা খরচ হয়ে গেছে। জমি জমা যা ছিল সব বিক্রি করেছি। এখন আর সামর্থ্য নেই। বাড়ি ফিরে আসতেই হলো।

শুধু মিহান নয়, দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন বাবা আব্দুস সাত্তারও। এক সময়ের দিনমজুর এই মানুষটি প্রথমে স্ট্রোকে আক্রান্ত হন পরে দ্বিতীয়বার আরও স্ট্রোকে আক্রান্ত হয়ে এখন মৃত্যুপথযাত্রী।

প্রতিবেশীরা জানান, সাত্তার গাজী আগে দিনমজুরের কাজ করতেন। ছেলের চিকিৎসার জন্য সহায় সম্পদ বিক্রি করে এখন নিঃস্ব। আমরা সাধ্যমতো সাহায্য করেছি। এখন আর পারছি না। এই পরিবারটির জন্য সমাজের হৃদয়বান মানুষদের এগিয়ে আসা জরুরি।

ছোট্ট মিহান কান্নাভেজা কণ্ঠে বলে আমি সুস্থ হয়ে খেলতে চাই, স্কুলে যেতে চাই। দয়া করে আমার জন্য কিছু করুন।

সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার বলেন, ছেলেটির স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে বলে মনে হচ্ছে। ফলে কোমর থেকে নিচের অংশ অচল। উন্নত চিকিৎসায় ওর সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তবে চিকিৎসা ব্যয়বহুল। খুলনা বা ঢাকাতে চিকিৎসার সুযোগ রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ জানান, আমাদের মানবিক ফান্ড থেকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতেও কাজ করা হচ্ছে।

মানবিক সহায়তা দিতে ইচ্ছুক হৃদয়বান ব্যক্তিরা ০১৮১৪০৯৫৭৫৪ নন্বরে যোগাযোগ করতে পারেন মিহানের মা মোমেনা খাতুনের সঙ্গে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...