শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ মৌসুমে রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার প্রমুখ।
প্রণোদনার আওতায় প্রথম ধাপে ২ হাজার ৩০০ জন এবং দ্বিতীয় ধাপে ১ হাজার ১৫০ জন কৃষককে উপশি জাতের আমন ধানের ৫ কেজি বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ১শ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ১০ গ্রাম ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয় এবং নারিকেল গাছের ৪১০টি চারা, তাল গাছের ৮০টি চারা, ৫ ধরনের শাকসবজির বীজসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।
এছাড়া ৬০ জন কৃষককে জনপ্রতি ৫টি করে আম গাছের চারা এবং ১ হাজার শিক্ষার্থীর মধ্যে আম, জাম, বেল ও কাঠালের ১টি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এই প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।


