শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ছয়টি স্বর্ণের বারসহ নাসরিন নাহার (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৫ জুন) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর বাঁকাল ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাসরিন নাহার একই উপজেলার ভোমরার টাওয়ার মোড় এলাকার ইমাম হোসেনের স্ত্রী।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, স্বর্ণ চোরাচালানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি”র বাঁকাল চেক পোস্টের হাবিলদার শাহীন আহমেদের নেতৃত্বে একটি দল আলীপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে থেকে সন্দেহভাজন হিসেবে নাসরিন নাহারকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা।
তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়ছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান আছে।


