কর্পোরেট ডেস্ক : নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তিতে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী পরিচালনা করছে “প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি” শীর্ষক বিশেষ ক্যাম্পেইন। এরই অংশ হিসেবে সুনামগঞ্জে অবস্থিত বাংলাদেশ ফিমেইল একাডেমি (BFA) এর শিক্ষার্থীদের দুইটি কম্পিউটার ও বেশকিছু শিক্ষণীয় বই উপহার দেওয়া হয়েছে।
সোমবার (২৩ জুন ২০২৫) BFA সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সকল উপহার হস্তান্তর করা হয়। ইতোমধ্যে উক্ত ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও শিক্ষণীয় বই প্রদান কর্মসূচী সম্পন্ন কর হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিমেইল একাডেমির গভর্নিং বডির সম্মানিত সভাপতি জামিল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন একাডেমির প্রধান শিক্ষিকা নাজমা বেগমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মোঃ রফিকুল ইসলাম, সিলেট শাখার ব্যবস্থাপক মোঃ কাইয়ুম চৌধুরী, সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান ফারিহা হায়দারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ, একাডেমির শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
নারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করার লক্ষ্যে ২০২৪ সাল থেকে আইএফআইসি ব্যাংক বিশেষ এই ক্যাম্পেইন পরিচালনা করে আসছে ।


