সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জনস্বাস্থ্য প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ওয়াবদা সড়কে বন বিভাগের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার গহরপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে মাহফুজুর রহমান (৪৮), তিনি গাংনী জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এবং মেহেরপুর শহরের শেখপাড়ার আব্দুস সামাদের ছেলে ও মেহেরপুর সরকারী কলেজের শিক্ষার্থী মো. আকমল হোসেন (২০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুর শহরের দিকে এবং মাহাফুজুর রহমান কল্লোল শহর থেকে অফিসের উদ্দেশ্যে গাংনীর দিকে যাচ্ছিলেন। বন বিভাগের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।


