পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে টাকার পমিাণে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটর দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০১টি কোম্পানির ১৪ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৫১৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৭২ কোটি ৭০ লাখ ৩৬ হাজার ৩৭২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২২.৬৩ পয়েন্ট বেড়ে ৪৭১৭.৬৬ ডিএস-৩০ মূল্য সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে ১৭৭১.৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.০৭ পয়েন্ট বেড়ে ১০৩১.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৬টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: তৌফিকা ফুড, বীচ হ্যাচারী, স্কয়ার ফার্মা, সী পার্ল বীচ, অগ্নী সিস্টেম, খান ব্রাদার্স পিপি, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিক, রিলায়েন্স ওয়ান ফার্স্ট মি. ফা. ও ফাইন ফুডস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইন্দো-বাংলা ফার্মা, মুন্নু সিরামিক, আনোয়ার গ্যালভানাইজিং, এফবিএফআইএফ, সী পার্ল বীচ, ইবিএল ফার্স্ট মি. ফা., সিলভা ফার্ম, আমান কটন, তৌফিক ফুড ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জিএসপি ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, স্টাইলক্র্যাফট, জেনারেশন নেক্সট, সানলাইফ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক, ্এফএএস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৫৪১৬৮৫৬৭৫১৯৯.০০।


