নিজস্ব প্রতনিধি: মানিকগঞ্জের সিংগাইরে গাঁজাসহ স্বামী-স্ত্রী দুই মাদক কারবারিকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামে আসামীদ্বয়ের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম।
আটককৃতরা হলো- উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মাদক ব্যবসায়ী জিন্নত আলী (৬০) এবং তার স্ত্রী রহিমা বেগম (৫০) ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয় দক্ষিণ জামশা গ্রামে আটককৃত আসামিদের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে স্বামী স্ত্রীকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:


