December 16, 2025 - 8:34 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদআইসিএসবি কর্তৃক কৃত্তিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ আয়োজিত

আইসিএসবি কর্তৃক কৃত্তিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ আয়োজিত

spot_img

কর্পোরেট ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) শনিবার (২১ জুন) আইসিএসবি-এর প্রধান কার্যালয়ে ‘Learning Use of Artificial Intelligence (Al) Technology to Improve Professional Capacity’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে, যার মূল উদ্দেশ্য চার্টার্ড সেক্রেটারীগণের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদান।

ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটির চেয়ারম্যান ও প্রশিক্ষণ সমন্বয়কারী শেখ আজিজুল হক এফসিএস প্রশিক্ষণটির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ তুলে ধরেন এবং রিসোর্স পার্সনদের পরিচয় করিয়ে দেন।

আইসিএসবি-এর প্রেসিডেন্ট এম. নাসিমুল হাই এফসিএস প্রশিক্ষণ সেশনের সভাপতিত্ব করেন এবং সময়োপযোগী এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সকলকে স্বাগত জানান। ডিআরসি-এর সদস্য সচিব কাজী মোঃ মিরাজ হোসেন এফসিএস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস; ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস; ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস; প্রাক্তন প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস এবং প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য এম নুরুল আলম এফসিএস। তারা সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য ডিআরসিকে ধন্যবাদ জানান।

তারা আরও উল্লেখ করেন, আগামী দিনেও দেশের কোম্পানি সচিব ও কর্পোরেট নির্বাহীদের পেশাগত মানোন্নয়নে এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা পেশাগত ক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার ও এই সংক্রান্ত দক্ষতা বৃদ্ধিতে পারদর্শী করে তুলতে সহায়তা করবে, যা কিনা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও উতপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তারা আরও উল্লেখ করেন যে, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে দক্ষতা অর্জন আর ঐচ্ছিক কোন বিষয় নয়, বরং তা অপরিহার্য।

নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেড-এর লার্নিং কনসালটেন্ট ফাহমিদুল আলম কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত মৌলিক ধারণা, এর বিভিন্ন প্রয়োগ এবং বিভিন্ন খাতে এর সম্ভাবনার উপর আলোকপাত করেন। তিনি বলেন, এআই দক্ষতা অর্জনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় তুলনামুলক এগিয়ে থাকা সম্ভব। তিনি আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, গবেষণা এবং উৎপাদন শিল্পে এআই-এর প্রভাব এবং এর ব্যবহারের মাধ্যমে কিভাবে খরচ হ্রাস, কর্মদক্ষতা বৃদ্ধি ও ব্যবসায়িক সাফল্য অর্জন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।

নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেড-এর সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ ইমদাদুল ইসলাম ইমদাদ চার্টার্ড সেক্রেটারীগণের জন্য কর্মক্ষেত্রে প্রয়োগ ভিত্তিক এআই প্রশিক্ষণ প্রদান করেন। কীভাবে দৈনন্দিন কাজে এআই ব্যবহার করে দক্ষতা বাড়ানো যায় ও কাজ সহজ করা যায় সে ব্যাপারে তিনি বিস্তারিত আলোকপাত করেন। ইমদাদ এআই টুলস ব্যবহারের মাধ্যমে পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয়ভাবে করা, ডেটা বিশ্লেষণ এবং দ্রুত পেশাগত ডকুমেন্ট তৈরি করার উপায়সমূহ তুলে ধরেন। তিনি “প্রম্পট ইঞ্জিনিয়ারিং” সম্পর্কে আলোচনা করেন এবং স্পষ্ট ও কাঠামোবদ্ধ প্রম্পট তৈরির মাধ্যমে এআই থেকে আরও নির্ভুল ফলাফল প্রাপ্তি সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও, তিনি ক্যারিয়ার পরিকল্পনায় এআই টুলস ব্যবহার বিষয়ে সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক আইসিএসবি-এর সদস্য অংশগ্রহণ করেন। পরিশেষে, আইসিএসবি-এর প্রেসিডেন্ট এম. নাসিমুল হাই এফসিএস অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীগণ এআই প্রযুক্তি যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে কর্মক্ষেত্রে সফলতা অর্জনে সহায়তা করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...