ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস-অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শেরপুর মহাসড়কের তারাকান্দার বাগুন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাগুন্দা এলাকায় ওভারটেক করতে গিয়ে অন্য একটি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ২০-২৫ জন।
ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছি। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।


