ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে বাস ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার কুরিয়ারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে ফুলপুর থেকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী অটোরিকশার (মাহেন্দ্র) মুখোমুখি সংঘর্ষ হয়। ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় ওই সংঘর্ষের পর অটোরিকশাটি রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই ৬ যাত্রী নিহত হন।
ফুলপুর থানার ওসি আবদুল হাদি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ হতাহতদের উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’


