January 12, 2026 - 4:05 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকহামলা বন্ধ না হলে পরমাণু আলোচনায় অংশ নিবে না ইরান

হামলা বন্ধ না হলে পরমাণু আলোচনায় অংশ নিবে না ইরান

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বিষয়ক আলোচনায় অংশ নিবে না বলে জানিয়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সংঘাত দীর্ঘতর হতে পারে এমন সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টা পর ইরানের দিক থেকে এমন প্রতিক্রিয়া এসেছে। এ খবর বিবিসি’র

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সাথে সাক্ষাত করেছেন। তারা ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য আহবান জানিয়েছেন।

ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ’র প্রধান ইয়াল জামির এক ভিডিও বার্তায় বলেছেন, তার দেশ একটি ‘প্রলম্বিত অভিযানের’ জন্য প্রস্তুত এবং ‘সামনে কঠিন দিন আসছে’ বলেও সতর্ক করেছেন।

এদিকে গত রাতেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র মজুদাগার ও উৎক্ষেপণ স্থাপনায় হামলার কথা জানিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।

তেল আভিভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেন্ট্রাল ইসরায়েলে একটি ভবনে আগুন ধরে যাওয়ার খবর এসেছে।

আরাঘচি বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে ইরান কূটনীতিকে বিবেচনায় নিতে প্রস্তুত আছে।

ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করে তিনি বলেন, ইসরায়েলের হামলা আইনের লঙ্ঘন। তিনি বলেন ‘ইরান আত্মরক্ষার বৈধ অধিকারের চর্চা চালিয়ে যাবে’।

“আমি এটি পরিষ্কার করে বলতে চাই যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হতে পারে না,” বলছিলেন তিনি।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে ‘গণহত্যার এজেন্ডা’ নেয়ার অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে ইসরায়েল পরমাণু স্থাপনা “ধ্বংস” না করা পর্যন্ত হামলা বন্ধ করবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকান বিমান হামলা এড়াতে ইরানের হাতে দুই সপ্তাহ সময় আছে। তিনি অবশ্য বলেছেন, বৃহস্পতিবার ১৪ দিনের যে সময় তিনি ঠিক করেছে তার আগেই তিনি সিদ্ধান্ত নিতে পারেন।

“আমি তাদের একটি সময় দিয়েছি এবং আমি বলছি যে দুই সপ্তাহ হবে সর্বোচ্চ,” ট্রাম্প সাংবাদিকদের বলেছেন।

তিনি বলেন, তার লক্ষ্য হলো এটি দেখা যে ‘লোকজনের হুঁশ ফেরে কি-না’।

তিনি আরাঘচির সাথে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনার বিষয়টিকেও খারিজ করে দিয়েছেন। “ইরান ইউরোপের সাথে কথা বলতে চায় না,” তিনি বলেছেন।

ট্রাম্প বলেন, “তারা আমাদের সাথে কথা বলতে চায়। এই বিষয়ে সহায়তা করার সক্ষমতা ইউরোপের নেই”।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যের ‘বিপজ্জনক ও মারাত্মক প্রাণঘাতী’ সংকটের সমাধানে যুক্তরাষ্ট্র ‘সময়ের সংক্ষিপ্ত জানালা’ খুলে দিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে হামলার বিরতির জন্য অপেক্ষা না করে যুক্তরাষ্ট্রসহ সব পক্ষের সাথে আলোচনার বিষয়টি বিবেচনার জন্য।

তিনি বলেন, ইরানের পরমাণু বিষয়ে সামরিক উপায়ে কোন সমাধান নাও আসতে পারে। জোর করে ইরানের সরকার পরিবর্তন করতে চাওয়াকে তিনি বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছেন।

এদিকে শুক্রবার ইরান হাইফা শহরকে লক্ষ্য করে অন্তত বিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে। একজন ইসরায়েলি নারী হার্ট অ্যাটাকে মারা গেছেন এবং এর ফলে দেশটিতে মৃত্যুর সংখ্যা ২৫-এ উপনীত হলো।

আইডিএফ বলছে, তারাও ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র মজুদাগার ও উৎক্ষেপণ স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা করেছে।

গত সপ্তাহ জুড়ে হামলায় ইসরায়েলি বিমান বাহিনী ইরানের সামরিক স্থাপনা ও অস্ত্র ধ্বংসের দাবি করেছে। ইসরায়েলের হামলায় কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছে। যদিও একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বেসরকারিভাবে মৃত্যুর সংখ্যা ৬৩৯। জবাবে ইসরায়েল লক্ষ্য ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সূত্র-বিবিসি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র...

নোয়াখালীতে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে বড় ভাই আবু বকর ছিদ্দিককে (৬৬) কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে...

লাভোলোর বোর্ড সভা ১৭ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারের খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৭ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার...

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সোনা (পিতা: মৃত ইসলাম), সদর উপজেলার সাহেদ নগর...

জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি জানুয়ারি মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের...

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার প্রায় এক দশকেরও বেশি সময় পর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট...

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের...