শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের নবগঠিত কমিটির সদস্য এড. সৈয়দ ইফতেখার আলী পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক বরাবর তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন।
গত ১৬ জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ঠ সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গত ১৮ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। এর মাত্র একদিনের ব্যবধানে তিনি পদত্যাগ করলেন।
লিখিত পদত্যাগপত্রে এড. সৈয়দ ইফতেখার আলী উল্লেখ করেছেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হয়েছি যে, আমাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্য করা হয়েছে। ইতোপূর্বে আমি অত্র ইউনিটের ২ টার্ম সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি মনে করি, নতুন স্বেচ্ছাসেবীদের এই কাজে উৎসাহিত করার স্বার্থে নতুন ভাবে আমাকে এই দায়িত্বে থাকা সঙ্গত নয়। অতএব, সদস্য পদ থেকে আমি পদত্যাগ করলাম। পদত্যাগ পত্রটি সানন্দচিত্তে গ্রহণ করার জন্য নিবেদন রইল।”
সাতক্ষীরা কার্যালয় পদত্যাগ পত্রটি করেছে গ্রহণ করেছেন বলা যায় গেছে।
উল্লেখ্য, প্রবীন রাজনীদিবীদ এড. সৈয়দ ইফতেখার আলী সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং তিনি বর্তমান কমিটির সদস্য।


