শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় এ বছরের প্রথমবারের মতো মাহফুজার রহমান নামের ৬০ বছর বয়স্ক এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, মাহফুজার রহমান (৬০) নামে একজন ব্যাক্তি জ্বর ও মাথা ব্যাথা নিয়ে গতকাল বুধবার রাতে করোনা পরীক্ষার জন্য সদর হাসপাতালে আসেন।
পরে পরীক্ষায় তার করোনা ধরা পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করানো হয়।


