পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক কর্পোরেট উদ্যোক্তার ঘোষণাকৃত শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। এবং তার বিক্রিত শেয়ার কিনেছেন সংশ্লিষ্ট কোম্পানির আরেক পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট উদ্যোক্তা অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড ২০ লাখ শেয়ার বিক্রয় করেছেন। কোম্পানিটির আরেক পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ডিএসইর বর্তমান বাজার দরে উক্ত শেয়ার ক্রয় করেছেন। এর আগে ১৭ জুন শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেন তারা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২২ টাকা যা ২০২৩ সালে ছিল ২.৯১ টাকা, ২০২২ সাল ছিল ২.৬৫ টাকা, ২০২১ সালে ছিল ৩.৬৬ টাকা ও ২০২০ সালে ছিল ১.৩১ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ২৫.৯৪ টাকা যা ২০২৩ সালে ছিল ২৪.৫২ টাকা, ২০২২ সালে ছিল ২৩.৮৭ টাকা, ২০২১ সালে ছিল ২৪.১৯ টাকা ও ২০২০ সালে ছিল ২৩.০৩ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ স্টক, ২০২৩ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ স্টক, ২০২১ সালে ১০ শতাংশ স্টক এবং ২০২০ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।


