বগুড়া প্রতিনিধি: বগুড়ায় স্বেচ্ছাসেবক দলনেতা জিতু ইসলাম ও তার সহযোগীদের হাতে নির্মমভাবে খুন হওয়া রিকশাচালক শাকিলের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে বগুড়া শহরের সাতমাথা চত্বরে এ মানববন্ধনে অংশ নেন নিহত শাকিলের পরিবারের সদস্যসহ বাসদ, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, “জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলাম এবং তার সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে যে পৈশাচিক কায়দায় দরিদ্র রিকশাচালক শাকিলকে হত্যা করেছে, তা শুধু অমানবিক নয়, সমাজের জন্য হুমকিস্বরূপ। অপরাধী যেই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।”
তারা খুনি জিতু ইসলাম ও তার সকল সহযোগীর ফাঁসির দাবি জানান এবং এখনও যারা পলাতক রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনটি সঞ্চালনা করেন এনসিপি বগুড়া জেলার সংগঠক শওকত ইমরান।
বক্তব্য রাখেন— এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহেল তাকি, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ, বাসদের জেলা সদস্য সচিব অ্যাডভোকেট দিলরুবা, এনসিপি কেন্দ্রীয় সংগঠক ডা. সানি, জেলা সংগঠক অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জ্বীম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা নিয়তি সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাকিব খান, এবং নিহত শাকিলের দুই বোন আশা খাতুন ও মনিষা খাতুন।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন শাকিল হত্যার বিচার প্রভাবিত না হয় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়।


