December 16, 2025 - 4:35 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকশুধু যুদ্ধবিরতি নয়, ইসরাইল-ইরান সংঘাতের ‘পুরোপুরি অবসান’ চাই: ট্রাম্প

শুধু যুদ্ধবিরতি নয়, ইসরাইল-ইরান সংঘাতের ‘পুরোপুরি অবসান’ চাই: ট্রাম্প

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরানের মধ্যে শুধু যুদ্ধবিরতি নয়, বরং চলমান সংঘাতের ‘পুরোপুরি অবসানের’ উপায় খুঁজছেন। মঙ্গলবার (১৭ জুন) কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি শুধু যুদ্ধবিরতির কথা বলছি না, আমরা এর চেয়েও ভালো কিছু খুঁজছি। আমি চাচ্ছি, একটি চূড়ান্ত সমাধান, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়।

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালালে ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন ট্রাম্প। তিনি বলেন, তারা (ইরান) যদি কিছু করে, তাহলে আমরা এমনভাবে জবাব দেব, যেন তাদের গ্লাভস খুলে যায় ( লড়াই করার আর সাহস না পায়)।

জি-৭ সম্মেলন থেকে নির্ধারিত সময়ের এক দিন আগেই ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হন ট্রাম্প। টানা পঞ্চম দিনের মতো ইসরাইল ও ইরান পাল্টাপাল্টি হামলায় লিপ্ত রয়েছেন। ইসরাইল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

ইসরাইল ও ইরান এই সংঘাতে জড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেন ট্রাম্প।
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন বাহিনী এখনও প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে।

ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প বলেন, মঙ্গলবার সকালেই তিনি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন।

মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত ভূরাজনৈতিক সংকট কিংবা বড় সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়ার সময় সিচুয়েশন রুম ব্যবহার করে থাকেন।

পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে কোনো ধরনের ‘শান্তি আলোচনা’ শুরু করিনি। তারা যদি কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে।

তিনি বলেন, আগের যে প্রস্তাবটা ছিল, তা যদি তারা মেনে নিত, তাহলে অনেক প্রাণ বেঁচে যেত।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে আসার পর থেকে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে। তবে এখনো তা পরমাণু বোমা তৈরির পর্যায়ে পৌঁছেনি।

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্ররা বহুবার হুঁশিয়ারি দিয়েছে যে, ইরানকে তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...