আন্তর্জাতিক ডেস্ক: বোমা হামলার একদিন পর তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দপ্তরে ইসরায়েলের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন।
সোমবার (১৬ জুন) ইসরাইলি বাহিনী তেহরানের আইআরআইবি কম্পাউন্ডে হামলা চালায়। এতে হঠাৎ করেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।
চ্যানেলটি নিশ্চিত করেছে যে, ‘ইসরায়েলি হামলায় টিভি স্টেশনের তিনজন কর্মচারী নিহত ও অন্যরা আহত হয়েছেন।’ এই হামলার সময় সরাসরি সম্প্রচার চলছিল। টিভি উপস্থাপক সাহার ইমামি ‘মাতৃভূমির বিরুদ্ধে আগ্রাসনের’ নিন্দা করার মুহূর্তেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এ সময় ধোঁয়া ও ধ্বংসাবশেষ পর্দায় ছেয়ে যায়। ফুটেজে তাকে দ্রুত স্টুডিও থেকে পালিয়ে যেতে দেখা যায়, যা হামলার ভয়াবহতা তুলে ধরে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হামলাকে ‘একটি জঘন্য কাজ’ আখ্যা দিয়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন।
তিনি আরও বলেন, এটি যুদ্ধাপরাধের একটি সমন্বিত অংশ। ইসরায়েল ‘সাংবাদিক ও মিডিয়া কর্মীদের এক নম্বর হত্যাকারী’। এই ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতকে আরও এক ধাপ বাড়িয়ে দিল।


