শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রূপকল্পই হবে সামনে ভোটযুদ্ধে বিএনপির মূল হাতিয়ার। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আবারও আন্দোলন প্রয়োজন। লড়াই দুই রকম—একটি ভোটযুদ্ধে, আরেকটি অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে।
রোববার (১৫ জুন) সন্ধ্যায় শেরপুর পৌর বিএনপির উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু। এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও কুসুম্বি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর উপজেলা বিএনপির সদস্য হাসানুল মারুফ শিমুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল করিম, ফাহমিদুন নবী পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সোহানুর রহমান লাভলু, শাহ আরিফ, দপ্তর সম্পাদক মির্জা নজরুল, ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন মিন্টু, ছাত্রবিষয়ক সম্পাদক সামিউল ইসলাম তুষার, আইয়ুব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আতিকুর রহমান, সাফিউল আলম সবুজ, এনামুল হক লায়ন, রাফি আল আমিনসহ শেরপুর উপজেলা ও বগুড়া জেলা বিএনপির অংগ ও সহযোগী সংঠনের নেতারা। সহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে স্বাধীন কুমার কুণ্ডু বলেন, বিএনপি নেতাকর্মীদের ত্যাগ কখনো বৃথা যাবে না, তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে বাংলাদেশ হবে জাতীয়তাবাদী শক্তির।


