সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় আমবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে মোস্তাফিজুর রহমান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক মো. আবু (৪৩)।
রবিবার (১৫ জুন) সকালে সলঙ্গা থানার নাইমুরী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে। তিনি আমবোঝাই ট্রাকটির যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ট্রাকটি নাইমুরী বাজার অতিক্রম করার সময় সামনের ডান পাশের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের একটি বটগাছে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কিশোর যাত্রী মোস্তাফিজুর প্রাণ হারায়।
আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রাকের সহকারী মো. হোসাইন (২১) অক্ষত রয়েছেন।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


