শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করেছে সেনাবাহিনী।
এ সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক ইয়ার গান, একটি বিদেশী তলোয়ার, নেশা জাতীয় ইনজেকশন, বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা। চলে এই অভিযান। এতে নেতৃত্ব দেন সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।
তিনি বলেন, সাবেক এমপি রিফাত আমিনের ছেলে রুমনের কাছে নাইন এমএম অস্ত্র আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় রুমন তার দোতলার শোয়ার ঘরে দরজা দিয়ে ঘুমাচ্ছিল। দরজা ভাঙ্গার শব্দ শুনে দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সে।তাকে অসুস্থ অবস্থায় আটক করা হয়। তার ঘর তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মদের বোতল, আনুমানিক সাড়ে ৩শ পিস ইয়াবা, ৫০ পিস নেশা জাতীয় ইনজেকশন, একটি অত্যাধুনিক ইয়ার গান, বিদেশী তলোয়ার ও অস্ত্র পরিষ্কার করা মেশিন জব্দ করা হয়।
এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান মেজর ইফতেখার আহমেদ।


