পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ১ লাখ ৯৫ হাজার ৩৭৪টি শেয়ার ইস্যুর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১৭ জুন। রেকর্ড ডেটের আগে আজ ও আগামীকাল স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার শুধু স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এসিআই লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যে ১ লাখ ৯৫ হাজার ৩৭৪টি শেয়ার প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেডের শেয়ারহোল্ডারদের অনুকূলে ইস্যু ও বরাদ্দ করা হবে। এর মধ্যে এম আনিস উদ দৌলার অনুকূলে ১ লাখ ৯৪ হাজার ৯৮৯টি, ড. আরিফ উদ দৌলার অনুকূলে ১৯৫ ও সুস্মিতা আনিসের অনুকূলে ১৯০টি শেয়ার ইস্যু করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে (১৮.২৫) টাকা যা ২০২৩ সালে ছিল (৬.৪৮) টাকা, ২০২২ সালে আয় ছিল ১২.৩০ টাকা, ২০২১ সালে ছিল ৫.৫০ টাকা ও ২০২০ সালে লোকশান ছিল (১৮.৪৫) টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৯১.১৭ টাকা যা ২০২৩ সালে ছিল ১১৩.৬৭ টাকা, ২০২২ সালে ছিল ১৪১.৯৮ টাকা, ২০২১ সালে ছিল ১৬২.৬৫ টাকা ও ২০২০ সালে ছিল ১৩৭.৬৭ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক, ২০২৩ সালে ৪০ শতাংশ নগদ, ২০২২ সালে ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ২০২১ সালে ৬৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক এবং ২০২০ সালে ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।


