পুঁজিবাজার ডেস্ক: দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে আজ পুঁজিবাজারে লেনদেন শুরু হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এ কারণে দেশের পুঁজিবাজারেও এ সময় লেনদেন বন্ধ ছিল।
এর আগে গত মাসে ঈদুল আজহার জন্য ১০ দিন ছুটি অনুমোদন করেছে সরকার। এজন্য অবশ্য গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার পুঁজিবাজারে লেনদেন চলমান ছিল। এর আগে ঈদুল ফিতর উপলক্ষে টানা নয়দিন পুঁজিবাজার বন্ধ ছিল। এর মধ্যে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল ছিল ঈদের ছুটি। এর সঙ্গে ২৮ ও ২৯ মার্চ এবং ৪ ও ৫ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি।


