তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্তে আরও ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৪ জুন) সকালে তাদের পুশইন করা হয়। যাদের পুশইন করা হয়েছে তাদের মধ্যে ১ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। আটককৃতদের সবাই রোহিঙ্গা বলে জানায় বিজিবি কতৃপক্ষ।
এ নিয়ে মৌলভীবাজারে পুশইনের ঘটনায় ৩৬২জন বিজিবি’র হাতে আটক হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে ২৭৬ জনকে পুশইন করা হয়।
আটককৃতরা হলেন- মারিয়া খাতুন (৫০), মো. রফিক (১২), মো. হোসেন (১০), নুর খাতুন (৩০), মো. হারেশ (৭), নুর হাবিবা (৬), মো. আয়াশ (০৪), সায়েরা খাতুন (৬০), মো. তারুক (১৮), সুমিয়া (১০), রমেদা খাতুন (২০) ও রাশেদা বেগম (৫)।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য যাচাইয়ের কাজ শেষে জানা যাবে আপাতো দৃষ্টিতে ধারণা করা হচ্ছে তারা সবাই রোহিঙ্গা। তাদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।


