January 15, 2026 - 12:57 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশ২৪ ঘণ্টায় বগুড়ায় তিন জন নদীতে নিখোঁজ

২৪ ঘণ্টায় বগুড়ায় তিন জন নদীতে নিখোঁজ

spot_img

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার তিনটি ভিন্ন ভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নদীতে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হন। এর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন যুবক। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, কাজীপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক। বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই ঘাটে বন্ধুদের সঙ্গে ঈদে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মিরাজুল ইসলাম তমাল (১৮)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দে ঘোরাঘুরির অংশ হিসেবে তমাল মেঘাই ঘাটে আসে এবং পানিতে নামার কিছুক্ষণ পর সে স্রোতে ভেসে যায়। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

অন্যদিকে, বগুড়ার শেরপুর উপজেলার ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পলি রানী সাহা (৪৫)। তিনি শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী গ্রামের বাসিন্দা রামচন্দ্র সাহার স্ত্রী।

মঙ্গলবার দুপুরে তিনি সীমাবাড়ী ঘাটে নদীতে গোসল করতে নেমে হঠাৎ পা ফসকে নদীর গভীরে তলিয়ে যান।  স্থানীয়রা জানা যায়, নদীতে পানি ও স্রোতের পরিমাণ বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে , বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বান্ধবীর বিয়েতে বেড়াতে এসে ফাতেমা আদুরী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী বাঙ্গালী নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ার মকবুল শেখের মেয়ে। মঙ্গলবার বিকেলে পাইকপাড়া এলাকায় বান্ধবীদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানির গভীরে তলিয়ে যান তিনি। খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টায় প্রধান...

দেশে স্বর্ণের দামে ফের রেকর্ড

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ...

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা...

পোস্টাল ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার...

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক: বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে এবং আগামী দুই অর্থবছরে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে শক্তিশালী হওয়ার...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ না করলে সব ধরণের ক্রিকেট বর্জনের...

‘ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছি, খারাপ খেললে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি’

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তার মাঝে ক্রিকেটারদের পাওনা ও ক্ষতিপূরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে...