January 15, 2026 - 5:52 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশডাস্টবিনের ওষুধ রোগীর শরীরে!

ডাস্টবিনের ওষুধ রোগীর শরীরে!

spot_img

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে নৈরাজ্যের রাজত্ব! সরকারি ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ, কমিশনের বাণিজ্য, রোগীদের হুইলচেয়ার ব্যবহারেও আদায় করা হচ্ছে টাকা। স্বাস্থ্যসেবা নয়, এখানে যেন চলছে অবাধ দুর্নীতির মহোৎসব।

গত বুধবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে সরেজমিনে গিয়ে এসব অনিয়মের দৃশ্য চোখে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল হাসপাতালে পৌঁছালে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

মেডিসিন (মহিলা) বিভাগে দায়িত্বরত ওয়ার্ড বয় হরষিতকে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ বিক্রির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। সেনা সদস্যদের কাছে হরষিত স্বীকার করেন, ছয়-সাত মাস আগে হাসপাতালের ডাস্টবিন থেকে ওষুধ কুড়িয়ে নিয়েছিলাম। সম্প্রতি রোগীদের কাছে সেগুলো বিক্রি করেছি।

সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, ঈদের পরদিন আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করি। হাসপাতাল থেকে ওষুধ সরবরাহ নেই বলে জানানো হলেও পরবতীতে ওয়ার্ড বয় হরষিত নিজের কাছে থাকা প্রতিটি ইনজেকশন ৫০০ টাকা করে বিক্রি করে। পরে দেখা যায়, ইনজেকশনগুলোর মেয়াদ ৪ মাস আগে শেষ।

তিনি বলেন, ব্যবহার করার পর আমার স্ত্রীর শরীরে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তখন বুঝি, প্রতারিত হয়েছি।

তালা উপজেলার জাতপুরের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “গরিব মানুষ হিসেবে সরকারি হাসপাতালে চিকিৎসার ভরসায় আসি। কিন্তু এখানে প্রতিটি ধাপে টাকা দিতে হয়। পরীক্ষা-নিরীক্ষা, প্রেসার মাপা, এমনকি টয়লেটেও টাকা!

রোগী সাইফুল ইসলামের স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, জরুরি বিভাগ থেকে রোগী তিন তলায় তোলার সময় হুইলচেয়ারের জন্য টাকা দিতে হয়। অনুরোধ করলেও ওয়ার্ড বয় সাফ জানায় আপনার আম্মু মারা গেলেও আমার কিছু আসে যায় না।

রোগী আব্দুল গফুর বলেন, হুইলচেয়ারে ব্যবহার করে টয়লেটে যাওয়ার সময় ও ১০০ টাকা দিতে হয় না দিলে চেয়ার মেলেনা! সরকারি হাসপাতাল যদি এমন হয়, তাহলে গরিবরা যাবে কোথায়?

সচেতন নাগরিকদের মতে, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়! স্বাস্থ্যসেবার নামে বাণিজ্য ও দুর্নীতি রোধে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা না নিলে জনগণের আস্থা পুরোপুরি হারিয়ে যাবে। এটি শুধু সাতক্ষীরার সমস্যা নয় দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের একই অবস্থা।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল বলেন, সরকারি ওষুধ ডাস্টবিনে যাওয়ার কথা নয়। হাসপাতালের স্টোর থেকে সেগুলো সরবরাহ হয়। কিন্তু বাস্তবে তা যাচ্ছে কিছু অসাধু কর্মচারীর পকেটে। এটা চরম দুর্নীতি। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই খোদা জানান, ওষুধ বিক্রির বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে বহিষ্কার করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়, বছরব্যাপী স্বাস্থ্যঝুঁকি

কর্পোরেট সংবাদ ডেস্ক: বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়; বরং এটি সারা বছরব্যাপী একটি স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। মাসভিত্তিক ডাটা বিশ্লেষণে দেখা গেছে, এখন আর...

সিইএস ২০২৬-এ ভবিষ্যতের টেলিভিশন প্রযুক্তি তুলে ধরল স্যামসাং

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ শেষ হয়েছে। এবার মেলায় প্রদর্শিত হয় ভবিষ্যতের নানা প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট...

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা ২০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভা আগামী ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য...

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ...

বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্ব ভ্রমণ করছে। তারই অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় এসেছে। তবে ট্রফিটি সবার...

সাতক্ষীরায় ইয়াবা-দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ...