December 16, 2025 - 8:22 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশডাস্টবিনের ওষুধ রোগীর শরীরে!

ডাস্টবিনের ওষুধ রোগীর শরীরে!

spot_img

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে নৈরাজ্যের রাজত্ব! সরকারি ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ, কমিশনের বাণিজ্য, রোগীদের হুইলচেয়ার ব্যবহারেও আদায় করা হচ্ছে টাকা। স্বাস্থ্যসেবা নয়, এখানে যেন চলছে অবাধ দুর্নীতির মহোৎসব।

গত বুধবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে সরেজমিনে গিয়ে এসব অনিয়মের দৃশ্য চোখে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল হাসপাতালে পৌঁছালে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

মেডিসিন (মহিলা) বিভাগে দায়িত্বরত ওয়ার্ড বয় হরষিতকে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ বিক্রির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। সেনা সদস্যদের কাছে হরষিত স্বীকার করেন, ছয়-সাত মাস আগে হাসপাতালের ডাস্টবিন থেকে ওষুধ কুড়িয়ে নিয়েছিলাম। সম্প্রতি রোগীদের কাছে সেগুলো বিক্রি করেছি।

সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, ঈদের পরদিন আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করি। হাসপাতাল থেকে ওষুধ সরবরাহ নেই বলে জানানো হলেও পরবতীতে ওয়ার্ড বয় হরষিত নিজের কাছে থাকা প্রতিটি ইনজেকশন ৫০০ টাকা করে বিক্রি করে। পরে দেখা যায়, ইনজেকশনগুলোর মেয়াদ ৪ মাস আগে শেষ।

তিনি বলেন, ব্যবহার করার পর আমার স্ত্রীর শরীরে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তখন বুঝি, প্রতারিত হয়েছি।

তালা উপজেলার জাতপুরের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “গরিব মানুষ হিসেবে সরকারি হাসপাতালে চিকিৎসার ভরসায় আসি। কিন্তু এখানে প্রতিটি ধাপে টাকা দিতে হয়। পরীক্ষা-নিরীক্ষা, প্রেসার মাপা, এমনকি টয়লেটেও টাকা!

রোগী সাইফুল ইসলামের স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, জরুরি বিভাগ থেকে রোগী তিন তলায় তোলার সময় হুইলচেয়ারের জন্য টাকা দিতে হয়। অনুরোধ করলেও ওয়ার্ড বয় সাফ জানায় আপনার আম্মু মারা গেলেও আমার কিছু আসে যায় না।

রোগী আব্দুল গফুর বলেন, হুইলচেয়ারে ব্যবহার করে টয়লেটে যাওয়ার সময় ও ১০০ টাকা দিতে হয় না দিলে চেয়ার মেলেনা! সরকারি হাসপাতাল যদি এমন হয়, তাহলে গরিবরা যাবে কোথায়?

সচেতন নাগরিকদের মতে, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়! স্বাস্থ্যসেবার নামে বাণিজ্য ও দুর্নীতি রোধে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা না নিলে জনগণের আস্থা পুরোপুরি হারিয়ে যাবে। এটি শুধু সাতক্ষীরার সমস্যা নয় দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের একই অবস্থা।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল বলেন, সরকারি ওষুধ ডাস্টবিনে যাওয়ার কথা নয়। হাসপাতালের স্টোর থেকে সেগুলো সরবরাহ হয়। কিন্তু বাস্তবে তা যাচ্ছে কিছু অসাধু কর্মচারীর পকেটে। এটা চরম দুর্নীতি। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই খোদা জানান, ওষুধ বিক্রির বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে বহিষ্কার করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...