January 15, 2026 - 2:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা চালিয়ে অডিটোরিয়াম ভাঙচুর ও মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে বুধবার দুপুরে শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করেন বলে ওসি আসলাম জানান।

এদিকে বুধবার দুপুরে মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যান। এর আগে সকালে অনির্দিষ্টকালের জন্য কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রবেশ নিষিদ্ধের একটি নোটিস রবীন্দ্র কাছারি বাড়ির মূল দরজায় টানিয়ে দেওয়া হয়। এরপর সেখানে আগত দর্শনার্থীদের ফিরে যেতে দেখা যায়।

সকালে কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বলেন, “অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে। ঈদের ছুটিতে এক দর্শনার্থীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর অডিটোরিয়াম ভাঙচুর ও মারধরের পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।”

এর আগে ৮ জুন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে যান। সেখানে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

পরে ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১০ জুন তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এরপর মিছিল থেকে একদল উত্তেজিত জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং এক পরিচালককে মারধর করেন।

এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল এবং শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মামলার প্রসঙ্গে শাহজাদপুর ওসি আসলাম বলেন, “কাছারি বাড়িতে হামলা চালিয়ে অডিটোরিয়াম ভাঙচুর ও স্টাফদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। “তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।”

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, “সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম শাহজাদপুরে এসেছেন।

“তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে এ ঘটনায় মামলা দায়েরের সিদ্বান্ত দেন। এরপরই কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদি হয়ে মামলা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন

কর্পোরেট সংবাদ ডেস্ক: নির্বাচন কমিশনের গত ৪ সেপ্টেম্বরের গেজেটের সীমানা অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে আর কোনো...

এস্কয়ার নিটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সিরাজগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম দখলে, কোটি টাকার সরকারি অবকাঠামো অচল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২০১৮ সালে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম বর্তমানে দখলে চলে যাওয়ায় সেখানে কোনো খেলা বা ক্রীড়া কার্যক্রম হচ্ছে না।...

এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। এক বছরে অ্যাকাউন্ট বেড়েছে ৪ লাখেরও বেশি। ব্যাংকের প্রতি আস্থা ও...

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টায় প্রধান...

দেশে স্বর্ণের দামে ফের রেকর্ড

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ...

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা...

পোস্টাল ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার...